তাড়াশে র্যাবের অভিযান, ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছে থেকে ২৪০ পিচ ইয়াবা, ০২ টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করেন।
র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প থেকে মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তি হলেন- উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও শহিদুল ইসলাম (৩৫)। র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকারের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। এ সময় উপজেলার মাগুরা বিনোদ পাকা রাস্তায় দুইজনকে আটক করা হয়। তার কাছে থেকে ২৪০ পিচ ইয়াবা, ০২ টি মোবাইল সেট ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।