তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
১৭ জুন শুক্রবার দুপুরে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত নারায়ন চন্দের ছেলে দূর্গা চরন (৫২) বজ্রপাতে মারা যান ।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়ার বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম মীর ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে বেলা সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া মাঠে দুর্গাচরণ কৃষিকাজ করছিলেন এমন সময় বৃষ্টি শুরু হলে দমকা বজ্রপাতে তিনি অসুস্থ হয়ে পড়ে। বাড়ীর লোকজন তাকে খুঁজেতে মাঠে গেলে দুর্গাচরণ কে গুরতর অসুস্থ অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন।পর তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু সায়েম বলেন, হাসপাতালে আনার আগেই উনি মারা গিয়েছেন ।
উল্লেখ্য উপজেলার বিভিন্ন গ্রামে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে।