তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালন ।
হাদিউল হৃদয়, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে এএলআরডির সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন ও সিডিএমএস এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো-নারী পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিবাদ্য বিষয় নিয়ে সোমবার সকালে একটি বিশাল র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আয়োজক সিডিএমএস সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক। উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা সাহাদত হোসেন, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।