তাড়াশে অপরাধ দমনে বিশেষ নজরদারীর উদ্দ্যোগ নিয়েছেন ওসি নজরুল ইসলাম
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন থানা পুলিশ। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে এলাকার মানুষজনদের কাউন্সিলিং, জনসংযোগ, বিট পুলিশিং কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ড ও পৌরসভায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যকরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহনে পাড়ায় মহল্লায় বিশেষ টিম গঠন করে পাহাড়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে। যাতে করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হবার আগেই তা নিয়ন্ত্রণ করা যায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি নজরুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রাম ও পাড়া/মহল্লায় অপরাধের তথ্য পাওয়া যাচ্ছে। তাই পুলিশের একটি টিম এদের সর্ম্পকে তথ্য সংগ্রহ করছেন। বিশেষ নজরদারীতে রাখা হচ্ছে এহেন কর্মকান্ডের সকল তথ্য।
তবে এ ব্যাপারে পুলিশের পাশাপাশি জনসাধারণ সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান করছেন ওসি নজরুল ইসলাম। এতে অনেকটাই অপরাধ নির্মূল করা যাবে বলে ওসি মনে করেন।
ওসি আরো জানান, স্থানীয় জনসাধারণ যাতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে, তাই পুলিশের পক্ষ থেকে প্রচার- প্রচারণা চালানো হচ্ছে। যে কোন অপরাধ দমনে শুধুমাত্র থানায় কর্মরত অফিসার ফোর্স এবং সরকারী গাড়ী যোগে থানা এলাকায় প্রত্যেক পাড়ায় মহলাøয় এবং প্রতিটি রাস্তা, বাজারঘাট এবং প্রতিটি বাড়ির সামনে নিরাপত্তার জন্য অবস্থান করা সম্ভব হয়ে উঠে না। এ জন্য সরকার স্থানীয়দের সম্পৃক্তের জন্য কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এর মত ব্যবস্থা গ্রহন করেছেন। আর এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মল করা সম্ভব।