তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
লুৎফর রহমান, তাড়াশ:
তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বীতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার ২ মে সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দের আগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছাড়াও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বীতা করছেন। আজ এসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি পেয়েছেন দোয়াত কলম ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার পেয়েছেন আনারস প্রতীক।
এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান বৈদ্যুতিক বাল্ব, তাড়াশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস পেয়েছেন তালা চাবি প্রতীক।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম পেয়েছেন বৈদ্যুতিক পাখা, তাড়াশ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি পেয়েছেন কলস, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার পেয়েছেন ফুটবল, তাড়াশ উপজেলা যুব মহিলালীগের সভাপতি শায়লা পারভীন প্রজাপতি ও নওগাঁ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা খাতুন পেয়েছেন হাঁস প্রতীক।
প্রতীক পেয়ে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। আজ থেকে ১৯ মে পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করতে হবে। ভোট গ্রহণ শুরু হবে আগামী ২১ মে সকাল ৮টায়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এক্ষেত্রে ১৯ মে মধ্যরাত ১২টায় সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। এতে প্রার্থীরা প্রচারের জন্য মোট ১৮ দিন সময় পাচ্ছেন