ডেঙ্গু মোকাবেলায় ছুটি বাতিল । তার পরও ডাক্তারের অফিস ফাঁকি
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
সারাদেশে যখন ডেঙ্গু মোকাবেলায় দেশের ৩২৮টি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে, তখন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার বেতন ভুক্ত একমাত্র চিকিৎসক পৌরসভায় অনুপস্থিত থাকার রেকর্ড গড়লেন । খোঁজ নিয়ে জানা গেছে , শাহজাদপুর পৌরসভার একমাত্র চিকিৎসক লিয়াকত হোসেন দিনের পর দিন কর্মস্থলে না এসে শাহজাদপুর উপজেলা সদরে ক্লিনিকে রোগী দেখে থাকেন । অভিযোগ রয়েছে লিয়াকত হোসেন বেসরকারি একটি মেডিকেল কলেজের চাকুরি করছেন । বুধবার সকাল সাড়ে ১১টায় শাহজাদপুর পৌরসভায় গিয়ে দেখা যায় ডা. লিয়াকত হোসেনের বসার রুমে টেবিলের উপর শিলিং ফ্যান ঘুরলেও তিনি রুমে অনুপস্থিত । মুঠো ফোনে যোগাযোগ করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে শাহজাদপুর পৌরসভার দায়িত্ব প্রাপ্ত মেয়র মোঃ নাসির উদ্দিন জানান , উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লেখার পর ডা. লিয়াকত হোসেন এখন মাঝে মধ্যে অফিস করলেও নিয়মিত তাকে অফিসে পাওয়া যায় না ।
এদিকে শাহজাদপুর পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলাম জানান, সারাদেশে ডেঙ্গু মোকাবেলায় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীর সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে জেনেও শাহজাদপুর পৌরসভার একমাত্র চিকিৎসক লিযাকত হোসেন বিনা নোটিশে প্রায়ই অফিসে না আসায় চিকিৎসা সেবা বিঘিœত হচ্ছে । শাহজাদপুর পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান অধিকাংশ কর্মদিবসেই পৌরসভার ডাক্তার অফিস করেন না । সপ্তাহে দুই এক দিন অফিসে আসলেও কিছুক্ষন অফিসে বসে মটর সাইকেল নিয়ে ভোঁ করে বের হয়ে যান ।
এ কারনে অনেক রোগীকেই ফেরত যেতে হয় । জানা গেছে আনুমানিক ১১. ৫৪ বর্গ কিলোমিটার এ পৌরসভায় প্রায় ৯৬ হাজার লোকের বাস । ৯৬ হাজার মানুষের একমাত্র চিকিৎসকের দায়ীত্ব পালনে অবহেলায় চিকিৎসা সেবার ব্যাঘাত হচ্ছে এমনটাই বলছেন পৌরসভার অনেকেই।