ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু আজ
আবির হোসাইন শাহিন :
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আজ ২৯ জুলাই সোমবার সকাল থেকে শুরু হচ্ছে রেলের আগাম টিকিট বিক্রি। ২ আগস্ট পর্যন্ত চলবে ট্রেনের এই আগাম টিকেট বিক্রি। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট, চলবে ৯ আগস্ট পর্যন্ত। সোমবার পাওয়া যাবে ৭ আগস্টের টিকেট। এদিকে প্রত্যাশিত টিকেট পেতে রোববার রাত থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এ ভীড় করেছেন অসংখ্য টিকেট প্রত্যাশী। এবারও অনলাইন ও অ্যাপের মাধ্যমে টিকেট কেনার সুযোগ রয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।