টিলার চালকের নাক ফাটালো কলেজ পিয়ন
আব্দুল কুদ্দুস তালুকদার-
জমি চাষ করে দেবে না অনার্স কলেজ পিয়নের সামান্য একজন পাওয়ার টিলার চালক, স্পর্ধা এতদুর ! এই অপরাধে তার নাক ফাটালো নিমগাছি অনার্স কলেজের পিয়ন ফকির আবুল কালাম আজাদ।
ঘটনা ঘটে, গত শুক্রবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়া ইউপির রাজাপুর গ্রামে বিকালে। প্রত্যক্ষদর্শী সিরাজগঞ্জ সরকারী কলেজের ছাত্র ও পাশের শ্রীরামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মনিরুল ইসলাম জানায়, ঐদিন আবুল কালামের চৌদ্দ শতক জমি টিলার চালক রাজাপুরের বাসিন্দা মৃত শহেদ আলীর ছেলে মুজাম চাষ করে দিতে অস্বীকার করে কারন সামান্য জমি ও মূল রাস্তা থেকে বেশ দূরে ক্ষেতের অবস্থান।
তাছাড়া এবড়ো থেবড়ো পথ হবার জন্য যাওয়া – আসা সমস্যা, তেল খরচে পোষাবে না। কিন্ত কালাম তা মানতে রাজী না, জোর করে টিলার তার জমিতে নিতে চায়। বাধা দেয় চালক মুজাম, এতে রাগের চোটে ঘুঁষি মেরে তার নাক ফাটিয়ে দেয় কালাম। দর দর করে রক্ত পড়তে থাকে, স্থানীয় নিমগাছির ক্লিনিকে চিকিৎসা নেয় আহত মুজাম। সর্বশেষ খবরে জানা গেছে, মামলা হয়েছে রায়গঞ্জ থানায় এ নিয়ে।