টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
মোঃ শরিফুল ইসলাম,প্রতিনিধিঃ
সরকারী বাহিনী কর্তক নশংস ভাবে মানুষ হত্যা ন্যাক্কারজনক হামলা নারকীয় তান্ডব এবং গণতা্িত্রক ও সাংবিধানিক অধিকার হরণর প্রতিবাদ টাঙ্গাইল বিএনপির বিক্ষাভ মিছিল বাধা প্রদান করছ পুলিশ।
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১০টায় কদ্রীয় কর্মসূচির অংশ হিসব জলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভাকট ফরহাদ ইকবালর নতত্ব টাঙ্গাইল প্রসক্লাবের সামন থেক একটি বিক্ষাভ মিছিল বের হলে তাতে বাঁধা দেয় পুলিশ। এসময় পুলিশ নেতাকর্মীদর মধ্য ধস্তাধস্তি হয়। পর অতিরিক্ত পুলিশ এসে তাদর ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় মিছিলে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতায়ার রহমান জিনাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহলী, শফিকুর রহমান খান শফিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনর নেতৃবিন্দ।