টাঙ্গাইলে একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ,টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড় বিন্যাফৈর এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ফজল কসাইয়ের বসত বাড়ীতে এই আগুনের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, বড় বিন্যফৈর এলাকার ফজল কসাইের বসত বাড়ীতে আগুন লাগে। এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে টিনের ঘরের সকল আসবাবপত্র অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস দ্রুত অগ্নিনির্বাপনে কাজ করার কারণে পাশের অন্যান্য বাড়ী আগুন থেকে রক্ষা পেয়েছে।