টাঙ্গাইলে আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) টাঙ্গাইলে দৈনিক আমার সংবাদের ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি, কেক কাটা, দোয়া ও আলোচনা সভা।
টাঙ্গাইল প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য গোলাম মোহাম্মদ খান, সাংবাদিক রশিদ আহম্মেদ আব্বাসী, যায় যায় দিনের জেলা প্রতিনিধি মুঃ জুবায়েদ মল্লিক বুলবুল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, এশিয়ান টেলিভিশন’র জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জল, এবি নিউজের জেলা প্রতিনিধি তারেক আহমেদ, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, কালের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, দৈনিক মুক্তখবর’ টাঙ্গাইল প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি এনায়েত করিম, দৈনিক আমার বার্তা পত্রিকার জাহাঙ্গীর আলম, দৈনিক মাতৃছায়া পত্রিকার আবু সাইদ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সবুজ সরকার, খবর টেলিভিশন এর জেলা প্রতিনিধি জুয়েল হিমু, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন,দৈনিক আমার সংবাদের , কালিহাতী প্রতিনিধি শরিফুল ইসলাম, বাসাইল প্রতিনিধি শরিফুজ্জামান গোপালপুর প্রতিনিধি সোহেল রানা নাগরপুর প্রতিনিধি আজিজুল হক বাবু প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিক ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা, পাঠক প্রিয় দৈনিক আমার সংবাদ পত্রিকা প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।