জাল ভোট দিতে না দেয়ায় দুই ভোট গ্রহন কর্মকর্তাকে মারধোর করার অভিযোগ-সরিষাবাড়ীতে
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জামালপুরের সরিষাবাড়ীতে ভাইস
চেয়ারম্যান (মহিলা) প্রার্থী ফুটবল প্রতিকে জাল ভোট দিতে না দেয়ায় দুই ভোট গ্রহন কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার পৌর সভার বাউসী বাঙ্গালী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।ভোট গ্রহন কর্মকর্তা পিংনা সুজাত আলী ডিগ্রী কলেজের ডেমোনেষ্টেটর আব্দুল হাকিম ও বাউসী বাঙ্গালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুবায়ের আহম্মেদ পাঠান জানান,তারা দু জন সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে পৌর সভার বাউসী বাঙ্গালী উচ্চ বিদ্যাল ভোট কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে ৪ নং কক্ষে বসে ছিলেন। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জলি আকতার (ফুটবল) প্রতিকের সর্মথক আশরাফ আলী খান ও
সেলিম খানের নেতৃত্বে ৮/১০ জন তাদের প্রার্থী পক্ষে প্রথম দফায় জাল ভোট দিয়ে চলে যায়। কিছুক্ষন পরে তারা আবারও জাল ভোট দেয়ার জন্য ব্যালট পেপার দাবী করেন। দাবীকৃত ব্যালট পেপার ওই দুই কর্মকর্তা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে তাদের শার্টের কলার ধরে টানা হেচড়া সহ মারধর করে প্রার্থীর সর্মথকরা।
এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সাইফুল ইসলাম,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দুই ভোট গ্রহন
কর্মকর্তাকে মারধরকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে প্রশাসনের পক্ষ আশ্বস্থ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে উপজেলায় মোট ৮৮টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।সরে জমিনে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। সকাল ১১ টা পর্যন্ত পৌর সভার কামরাবাদ ভোট কেন্ধে,আর ডি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,বাউসী বাঙ্গালী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোট কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও ভোটারদের লাইন
চোখে পড়েনি।কিন্ত প্রাথীদের কয়েক জন কে ভোট কেন্দ্রে আনাগুনা করতে দেখা গেছে।পুরুষ ও মহিলাদের উপস্থিতী ৪/৫% হতে পারে বলে সরকারের গোয়েন্দা দপ্তরের মন্তব্য। পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। এসব কেন্দ্রে দুই একজন করে নারী ভোটার ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের দূ-একজনকে ভোট
দিতে দেখা গেছে। এ ব্যাপারে বাউসী বাঙ্গালী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-ফুটবল প্রতিকের জাল ভোট দিয়ে আবারও জাল ভোট দিতে আসলে পুনরায় জাল ভোট দিতে না দেয়ায় তারেকে কলার ধরে টানা হেচড়া ও মারধর করেছে।
জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সাইফুল ইসলাম জানান,দুপুর ১২ টা পর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে ভোট সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে ।