জামালপুরে মাসব্যাপী কৃষি শিল্প বাণিজ্য মেলা উদ্বোধন করেন, প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান ।
তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুর শহরের বিএডিসি মাঠে শুক্রবার সন্ধ্যায় মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেছে জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা প্রশাসন আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, এসপি মো. দেলোয়ার হোসেন, জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আমিনুল ইসলাম, মেলা কমিটির আহবায়ক একরামুল হক নবীন প্রমুখ। কৃষি ও শিল্প প্রতিষ্ঠানের প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে ।