জামালপুরে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট অন্তঃসত্তাসহ আহত-৫ ।
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের বসতবাড়ীতে হামলা ভাংচুর লুটপাট মারপিটে আহত-৫ থানায় অভিযোগ হাটু ভাঙ্গা গ্রামে গত ৬ র্মাচ এ ঘটনা ঘটেছে। অভিযোগে জানা গেছে-জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হাটু ভাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে আল আমীনের সাথে একই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মনোহরের সাথে সোয়া পাচ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল।এ বিরোধের জের ধরে ৫ মার্চ মনোহর তার প্রতিপক্ষ আল আমীনের ঘরে সাথে একটি মুরগী মেরে রাখার অভিযোগ তুলেন। আল আমীনের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের প্রতিবাদ করলে মনোহরের লোকজন আল আমীনকে মারপিট করে। এ সময় আল আমীনের স্ত্রী সুবেদা(২২) ছোট ভাই রহমত আলী (১৭) ফিরাতে আসলে তাদেরকেও মারপিট করে আহত করে দেখে নেয়ার নানা হুমকি প্রদান করেন। পরদিন ৬ মার্চ সকাল সাড়ে এগারটার সময় ২য় দফায় একই ঘটনার জের ধরে একই গ্রামের পাশের বাড়ীর বসকার ছেলে বাদশা,সোহরাব আলীর ছেলে জমির উদ্দিনের নেতৃত্বে আল আমীনের পরিবারের উপর হামলা ও মারপিট করে ৩টি বসত ভাংচুর ককরে ঘরের ভিতর মূর্যবান মালামাল ও ষ্টীলের বাক্স ভেঙ্গে নগদ ৮৫ হাজার টাকা ,স্বর্ণের অলংকার লোটপাট করে নিয়ে যায়।এ ঘটনায় দু পক্ষের মাঝে সংঘর্ষে পাচ জন আহত হয়। আহতরা হলেন-অন্তঃসত্তা সুবেদা বেগম(২২) ইসমাইল হোসেন(২৬) আল আমীন(৩০) জরিনা (৫০)রহমত আলী (১৭) আহত হয়। আহতদের
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালামের ছেলে আল আমীন বাদী হয়ে মৃত হাছেন আলীর ছেলে মনোহর(৫৫) কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানার নারয়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গত ৭ মার্চ একটি এজাহার দায়ের করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।