জামানত হারিয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের দুই প্রার্থী
উল্লাপাড়া প্রতিনিধিঃ
প্রদত্ত(কাস্টিং ভোটি) ভোটের ৮ ভাগের এক ভাগ সহ একটি ভোট বেশী না পাওয়ায় জামানত হারিয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের দুই প্রার্থী । এরা হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ হিলটন প্রামানিক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু’)র মশাল মার্কার প্রার্থী মোস্তফা কামাল বকুল ।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে । কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় প্রার্টির লাঙল প্রতীকের মোঃ হিলটন প্রামানিক পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু’)র মশাল মার্কার প্রার্থী মোস্তফা কামাল বকুল পেয়েছেন ২ হাজার ৯ শত ৬৪ ভোট। তাদের জামানত রক্ষা করতে ২৯২৪৬ ভোটের প্রয়োজন ছিলো ।
মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৯৬৭টি । এর মধ্যে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি পেয়েছে ২ লাখ ২০ হাজার ১৫ ভোট । উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা সুলতানা জানান প্রদত্ত(কাস্টিং) ভোটের ৮ ভাগের এক ভাগ সহ একটি ভোট বেশী না পেলে তার জামানত বাতিল হয়ে যায় । প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ হিলটন প্রামানিক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু’)র মশাল মার্কার প্রার্থী মোস্তফা কামাল বকুলের জামানত হারিয়েছেন ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ