জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে সিরাজগঞ্জে আইইবির মানববন্ধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)- এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফ্রেরুয়ারী) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন পৌর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল সংস্থার প্রকৌশলীসহ আইইবি’র নেতৃবৃন্দ প্রতিবাদ স্বরূপ এক ঘন্টা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে প্রকৌশলীরা দাবি করেন, তাদের কোনো কাজ, ডিসিদের বোঝার ক্ষমতা নেই। তাই জেলা প্রশাসকদের কাজ তদারকির কোনো তথ্য দিতে প্রকৌশলীরা বাধ্য নয়। এমন সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের উচ্চ পর্যায়ে পর্যালোচনা হওয়া দরকার ছিলো বলেও মন্তব্য করেন। এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের শাস্তি দাবিও করেন মানববন্ধনকারীরা।
বক্তারা আরো বলেন গত ১৮ জানুয়ারি, ২০২২ খ্রি. তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩ মূলে জারীকৃত স্মারকের পত্র বাতিল করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় দেন প্রকৌশলীরা।
উক্ত মানববন্ধনটি নির্বাহী কর্মকর্তা আরিফুল রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রকৌশলী শফিকুল ইসলাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মিজানুর রহমান। সড়ক বিভাগ নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম তরফদার। গণপূর্ত নির্বাহী কর্মকর্তা এস এম হুমায়ন কবির সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।