ছেলেটি বলছে আমার বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
সিলেটে চায়ের দোকান থেকে উদ্ধার হওয়া ছেলেটি বলছে বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
সিলেট টাইমস ডেস্ক থেকে এই নিউজের ম্যাসেজটি এসেছে।আপনার একটি সেয়ার ছেলেটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাত একটি ছেলে শিশু উদ্ধার
May 18, 2019
সিলেট টাইমস ডেস্কঃ জগন্নাথপুরে একটি ছেলে শিশুকে পাওয়া গেছে। শুক্রবার রাত ৯ টার দিকে শিশুটি উপজেলার রানীগঞ্জ বাজারে এক চায়ের দোকানে বসে কান্নাকাটি করছিল। ছাত্রলীগ নেতা সুমন আহমদ তাকে দেখতে পেয়ে জগন্নাথপুর থানায় নিয়ে আসেন।
উদ্ধার হওয়া শিশুটি তার নাম ঠিকানা বলতে পারে। শিশুটি জানায় তার নাম মুছা। বয়স ৭ অথবা ৮ বছর। তার পিতার নাম- সেলিম মিয়া, মায়ের নাম- মিনা বেগম, দাদা- বক্কর মিয়া, গ্রাম- মোড়ল জান্নি সাম পাড়া, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। তবে এসবের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সে ট্রেনে চড়ে এখানে আসে বলে জানায়। ছেলেটি এখন জগন্নাথপুর থানা হেফাজতে রয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতেয়ার উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
কেউ ছেলেটির পরিবারের ঠিকানা পেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্রঃ সিলেট ভয়েস