চৌহালীর বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ
চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।
শনিবার ১২ ফেব্রুয়ারী আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন। সেই সাথে দায়িত্ব গ্রহণ করেন ৩ জন সংরক্ষিত আসনের সদস্য এবং ৯ জন সাধারণ সদস্যগণ। ইউপি সচিব খায়রুল কবির সবুজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দায়িত্ব গ্রহণকারী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা। এসময় চৌহালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল রোউপ দুলাল, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক চুন্নু তালুকদার, বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী, বিদায়ী মেম্বারগণ, ওয়ার্ডে আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।