চৌহালীতে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলে’র কারাদন্ড
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে ৷
সোমবার (১১ অক্টোবর) দুপুর থেকে মধ্যে রাত পযন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, অবৈধ ভাবে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) আনিছুর রহমান । এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয় ৷ পরে আটক কৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ জায়েদ বিন হারিছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়। আটক কৃতরা হলো, চানপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম (২৪), খাষপুকুরিয়া গ্রামের রাসেল রানা(২০), রাব্বি(২০),মোঃ বাবুল(৩৮),মোঃ হেলাল(৩২),কাঁঠালিয়া গ্রাম মোঃ সাগর(২১), চর বাউসা গ্রামের আবুসামা(৩৩),আনোয়ার (২১),দত্তকান্দী গ্রামের আবু বক্কর (২৪), চর কাটারি গ্রামের নান্নু মিয়া(২৮),শাহিন আলম (৩৫), কানাবিল গ্রামের মোঃ শামীম (৩০)।
এসময় মৎস্য কমকর্তা মনোয়ার হোসেন, ক্ষেত্র সহকারি শফিকুল ইসলাম শফি, চৌহালী থানা পুলিশ ও আনসার ভিডিপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়ও গত ৭ অক্টোবর বৃহস্পতিবার ২ জনকে সাত দিনের, ৮ অক্টোবর শুক্রবার ৩ জনকে ১৫ দিনের, ৯ অক্টোবর শনিবার ১৫ জনকে ১৫ দিনের ও ১০ অক্টোবর রবিবার ৬ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।