চৌহালীতে জমে উঠেছে গরুর হাট,উপজেলা চেয়ারম্যান হাট পরিদর্শন।
চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে শুক্রবার সবচেয়ে বড় জোতপাড়া বাজার গরু ছাগলের হাট বেশ জমে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে আসা হাটে বিপুল সংখ্যক দেশিয় জাতের গরু/ছাগল কেনা বেচা হয়েছে। সিরাজগঞ্জ নিউজ২৪ডটকম এর প্রতিনিধিকে গরুর হাট মালিক মোঃ আঃ রাজ্জাক সরকার বলেন, এখন কেনাবেচা মোটামুটি ভালো হচ্ছে তবে বিকেলে আরো বেশি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
খুচরা পাইকারি ক্রেতা ও বিক্রেতার কাছে জিজ্ঞেস করলে তারা বলেন, জোত পাড়া গরুর হাট কমিটি অনেক শক্তিশালী এখানে কোনো রকম অন্যায় অবিচার হয় না কোন রকম দুর্নীতি হয়না, তাই আমরা অনেক দূর থেকে এখানে গরু কিনতে ও বিক্রি করতে আসি আমরা গরু কেনাবেচার মধ্যে অনেক নিরাপত্তা থাকি। আজ বিকালে হাট পরিদর্শন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।
চেয়ারম্যান ফারুক সরকার বলেন এই হাটে কোন রকম অন্যায় অবিচার হলে কমিটি বা কোন ক্রেতা বিক্রেতারকে তিনি বিন্দু পরিমান ছাড় দেবেন না। তিনি গরুর হাট পরিদর্শন কালে দুটি ষাঁড় গরু ও একটি খাসি কোরবানির জন্য কিনে থাকেন। হাট পরিদর্শনে তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঘোরজান ইউপির চেয়ারম্যান রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম সহ আরো নেতৃবৃন্দ।