চৌহালী যমুনায় ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের যমুনা বিধৌত চৌহালী উপজেলায় আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে উপজেলা টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে ইউএনও (ভার:) আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার ওসি জাহাঙ্গীর আলম, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তজিমুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম প্রমূখ।
এসময় মৎস্যজীবিদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন ও মা ইলিশ আহরণ বন্ধে যমুনা নদীতে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।