গাজিপুরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দুপারের মানুষ
আবির হোসাইন শাহিন:
গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নং ওয়াডের টাংকির পাড় এলাকায় কালা শিকদার ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়েপারাপার হচ্ছে খালের দুপাড়ের মানুষ। এলাকাবাসির তথ্যমতে প্রায় ২০ বছর আগে দুপারের মানুষের যোগাযোগের সুবিধার জন্য কালা শিকদার পারে একটি ব্রিজের ব্যবস্থা করেন স্থানীয় সরকার প্রকল্প। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারী ঠেলাগাড়ি সাইকেল অটোবাইক। ব্রিজটি ঝুকিপূর্ণ হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে আতংক ও ভয়।ব্রিজটির দ্রুত সংস্কার এখন এলাকা বাসির জন্য এলাকা প্রানের দাবি পরিণত হয়েছে। ব্রিজটির ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসী ও পথচারী জানায় ইতিপূর্বে স্থানীয় প্রতিনিধি ব্রিজটির ব্যাপারে অবগত হলেও এখন পযন্ত কোন সুরাহা হয়নি। এ ব্যাপারে স্থানীয় ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হাসান আজমল সাথে কথা বলতে চাইলে তার অফিসে গিয়ে পাওয়া যায়নি