গলায় ফাঁস দিয়ে স্বর্ণ কারীগরের আত্নহত্যা-সরিষাবাড়ীতে।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় গলায় ফাঁস দিয়ে পল্লব (২০)নামে এক স্বর্ণ কারীগর আত্নহত্যা করেছেন।গতকাল রোরবার ৮ টার দিকে পৌর সভার গনময়দান রোড় পোষ্ট অফিস সংলগ্ন আর এম জুয়েলার্স ঘরে এ ঘটনা ঘটেছে। নিহতের পারিবারীক সুত্রে জানা গেছে রোববার সকালে পল্লব ঘুম থেকে দেরীতে ওঠায় তার পিতা গালমন্দ করলে আর এম জুয়েলার্সে দিনভর কাজ করে। রোববার রাতে বাড়ী না ফিরে জুয়েলার্সু ঘরের ধর্নার সাথে গলায় রশিতে ফাস দিয়ে পল্লব আত্নহত্যা করে। পল্লব পৌরসভার শিমলা পল্লী কবুলিবাড়ী মহল্লার রতন চন্দ্র আর্শ্চায্য’র ছেলে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন-স্বর্ণ কারীগরের আত্নহত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্ত ছাড়াই দাহ্য করার জন্য লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।