সিরাজগঞ্জ

খোকশাবাড়ীতে বয়স্ক কোরআন শিক্ষা কোর্সের পবিত্র কোরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনবয়ড়া আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) ২০২১ইং বাদ মাগরিব বয়স্কদের কোরআন শিক্ষা কোর্স বাস্তবায়ন কমিটির উদ্যোগে বয়স্কদের কোরআন সবক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কোরআন সবক ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, খোকশাবাড়ী ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবক আলহাজ্ব মো.রেজাউল করিম মুন্সি। কোরআন সবক ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবয়ড়া আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জানপুর বটতলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাহমুদুল হাসান,দৈনিক আমাদের বাংলা পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো চীফ,দৈনিক সিরাজগঞ্জ বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, ব্রাহ্মণবয়ড়া আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মোঃ রুহুল আমীন প্রমুখ।এসময় খোকশাবাড়ী ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি শহিদুল ইসলাম, মোখলেছুর রহমান,আনোয়ার হোসেন,জিল্লুর রহমান মুক্তা, আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিন মাসব্যাপী বয়স্কদের কোরআন শিক্ষা দেন,ক্বারী মাওঃ মোঃ আব্দুল মালেক।
এই কোরআন শিক্ষার সার্বিক সহযোগিতা করেন মোঃ ফরিদুল ইসলাম।