খালেদার মুক্তির আন্দোলন বেগবানের ঘোষণা ফখরুলের
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন আদায়ের লক্ষ্যে আন্দোলন আরও বেগবানের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করছি। আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন আরও বেগবান করব।’
তিনি বলেন, ‘আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দ্রুত একটা নির্বাচন চাই। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন।’
‘দেশে গণতন্ত্র নেই’ এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘সরকার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করেছে। এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র নির্বাসিত। আমাদের প্রতিকূল পরিবেশে রাজনীতি করতে হচ্ছে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরকার বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে। সরকার জানে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সব দলকে সঙ্গে নিয়ে আমরা দাবি আদায় করব।’
এর আগে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতারা ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, মীর নাছির উদ্দিন, শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ডা. সিরাজউদ্দীন আহমেদ, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালকুদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মো. নেসারুল হকসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
ছবি ও সূত্র ঃ জাগো নিউজ