ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের’ ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

 

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে অসহায় এবং নিম্নায়ের সাধারণ মানুষের চক্ষু চিকিৎসা সেবা ‘দিতে সাইটসেভার্স’ এর অর্থায়নে, ‘বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের পরিচালনায়, ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২রা এপ্রিল) দিনব্যাপী এই আয়োজনে শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। সদর উপজেলার কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ এবং কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার সর্বসাধারণের জন্য ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা, মোঃ আশিক আহমেদ। তিনি বলেন- আমরা পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হলেও সমাজের পিছিয়ে পরা সকল মানুষের জন্য সামাজিক এবং মানবিক কাজে আত্মনিয়োগ করেছি। আমাদের রয়েছে একঝাক তরুণ স্বেচ্ছাসেবক বাহিনী যারা প্রত্যেকেই নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলছে। অনেক দিন ধরেই এমন একটি সেবা কার্যক্রমের ইচ্ছা ধারন করেছিলাম, আমাদের সেই ইচ্ছে পূরন করেছে সিরাজগঞ্জ ‘বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল। আমি কৃতজ্ঞতা জানাই ‘সাইটসেভার্স’ কে যারা অর্থায়ন না করলে এই ১১০ জন রোগীকে বিনা মূল্যে সেবা দিতে পারতাম না। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, যতদিন আমাদের প্রাণের সংগঠন ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ কে টিকিয়ে রাখবেন, আমরা আমাদের সকল আন্তরিকতা দিয়ে আপনাদের পাশে থাকবো এবং এমন জনকল্যাণকর কাজ করেই যাবো।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের বহু মানুষ চোখের নানা ধরনের সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এই ধরনের কার্যক্রম আরও অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’ এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং বোর্ডের সভাপতি কল্পনা ইসলাম প্রমুখ।

বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের এক কর্মকর্তা বলেন – আমরা ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ এর নাম অনেক শুনেছি কিন্তু এই সংগঠনটি এতটা সক্রিয় এবং পরিচ্ছন্ন তা জানা ছিল না। আমাদের যুবসমাজের উচিৎ ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ এর সাথে সম্পৃক্ত থেকে দেশপ্রেমিক হবার প্রশিক্ষণ নেয়া। সুযোগ পেলে আমরা ভবিষ্যতে এই সংগঠনের সাথে আরও কাজ করতে চাই।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.