কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু হচ্ছে পহেলা রমজান থেকে কামারখন্দে ।
খাইরুল ইসলাম (কামার খন্দ প্রতিনিধি) :
কামারখন্দে আগামী রমজান মাস হতে শুরু হচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা । উপজেলা প্রসাশন এবং ইসলামী ফাউন্ডেশন এর উদ্দ্যোগে এই কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় । আগামী পহেলা রমজান হতে পুরো মাসব্যাপি ইউনিয়ন ভিত্তিক এই কোরআন তেলাওয়াতে কামারখন্দের সর্বস্তরের মানুষ অংশগ্রহন করতে পারবে । প্রতিটা ইউনিয়নে একেক দিনের প্রতিযোগিতায় ৩ জন করে বাছাই করে তারপর উপজেলা পরিষদ চত্ত্বরে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে । প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আব্দুল হাই, কওমী মাদ্রাসার আলেম এবং ইসলামী ফাউন্ডেশন এর কর্মরত নেত্ববৃন্দ ।