কুড়িগ্রামে ১০ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী চোর ইব্রাহিম গ্রেফতার
মোঃবুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
কুুুুড়িগ্রামে সদরে চুুুরি, মাদকসহ বিভিন্ন ১০ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ইব্রাহিম (২৮) ওরফে চোর ইব্রাহিম কে গ্রেফতার করেছে কুুুুড়িগ্রাম সদর থানার পুলিশ।
বুধবার (৩১ মার্চ) দুপুর দেড়টায় দিকে এসআই আহসান, এসআই আমিনুল হক, এএসআই মিল্টন, এএসআই শাহীন গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী হতে গ্রেপ্তার করা হয়।
আসামীর বিরুদ্ধে চুরি,মাদকসহ মোট ১০ টি মামলা আছে।
কুুুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, সদর উপজেলার বেলগাছ ইউনিয়নের জোতগোবর্ধন গ্রামের এরশাদ আলীর ছেলে ইব্রাহিম (চোর ইব্রাহিম) দীর্ঘদিন যাবৎ চুরি, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চুরি মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে দশটি মামলা রয়েছে। ওই মামলার ওয়ারেন্টের ভিক্তিতে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।