সারাদেশ

কুড়িগ্রামে বাংলাদেশ সেনা বাহিনীর নিজস্ব রেশন থেকে ত্রাণ বিতরন

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর তীরে (শুক্রবার)৩০শে জুলাই উত্তর কুমরপুর উচ্চ বিদ্যালয় প্রাঁঙ্গনে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, তেল, লবণ ও সাবান ।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমান ও ক্যাম্প জেসিও, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মোর্শেদ। তারা জানান, চলমান লকডাউন পরিস্থিতিতে কুড়িগ্রামের অসহায় ও দুঃস্থ মানুষদের সাহায্য প্রদানের উদ্দেশ্যে সেনা সদস্যদের নিজস্ব রেশন থেকে এই ত্রাণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।