কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান।
তিনি বলেন, প্রতিবাদের ভাষা হবে অভিযুক্তদের ধরো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাও। এটাই হলো প্রতিবাদ, আমরাও এটা চাই। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক বিচার তিনি করবেন। তারপরও মিথ্যে প্রচারণা চালাচ্ছেন তারা কারা?
বুধবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে রেজভীয়া দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।শাহজাহান খান বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে কীভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে? উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকেও উৎখাত করা। দেখেন কোরআনের বাণী কত সঠিক। সূরা ইউনুস ৮১ নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন, আল্লাহতাআলা সন্ত্রাস সৃষ্টিকারীদের কর্ম সফল করেন না। সে বাণী যদি সত্য হয়, বিএনপির উদ্দেশ্য ছিল সরকারকে উৎখাত করা তা সফল হয়নি, করতে পারেনি, আল্লাহ তা সফল হতে দেননি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল তখন কিন্তু বাংলাদেশের উন্নয়ন চায়নি। শেখ হাসিনার সময় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। নিজস্ব টাকায় পদ্মা, সেতু মেট্রোরেল, কর্ণফুলী টানেল, স্যাটেলাইট হয়েছে। শেখ হাসিনা বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি কওমি মাদরাসার স্বীকৃতি দিয়েছেন, ৬৫০টি মডেল মসজিদ করেছেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সুন্নি ফেডারেশনের আহ্বায়ক মাওলানা জাকির হোসাইন, আল্লামা বদরুল আমিন রেজভী সুন্নি আল কাদেরী, হজরতুল আল্লামা মাওলানা নজরুল ইসলাম রেজভী, হজরতুল আল্লামা আব্দুর রহিম আব্বাসি, অ্যাডভোকেট মাজহারুল হক প্রমুখ।