কুড়িগ্রামে ১০ দফা দাবি আদায়ে বিএনপির গন অবস্থান কর্মসূচি পালন
মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর মুক্তির দাবি এবং জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠায়, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির দুটি গ্রুপ আলাদা আলাদা ভাবে পালন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টা থাকে ৫টা পযর্ন্ত , কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে গ্রুপটি শহরের জাহাজ মোড়ে জেলা বিএনপি কায্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ।
এখানে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আবুবকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির কোষাধক্ষ এডভোকেট রুহুল আমিন, জেলা বিএনপির যুব সম্পাদক নজিবর রহমান লেলিন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শামীম আহমেদ সহ অংগদলের নেতৃবৃন্দ। অপরদিকে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি অপর কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে সভাপতি গ্রুপ । সভাপতি তাসভীরুল ইসলাম উপস্থিত না থাকলেও এখানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না , বিএনপি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা সহ সকল গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করছে। মোঃ বুলবুল ইসলাম কুড়িগ্রাম