কুড়িগ্রামে উদ্দীপনের আয়োজনে গবাদি প্রাণী বিনিময় ব্যাংক প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ভেড়া বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরে উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চল, রংপুর জোনের আয়োজনে ও গবাদি প্রাণী বিনিময় ব্যাংক (Cattle Exchange Bank) প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ডিসেম্বর) দুপুরে উদ্দীপন কাঁঠালবাড়ি শাখা অফিসে অসহায়, দরিদ্র, প্রবীণ ও প্রতিবন্ধী মহিলা-পরুষদের আয়বৃদ্ধির লক্ষে ২১ জন উপকারভোগীর মাঝে ৪২ টি ভেড়া বিতরণ করা হয়।
উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুল হক শামীম, চিলমারী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক
শাহাদাত হোসেন, কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, কাঁঠালবাড়ি শাখার শাখা ব্যবস্থাপক সাজেদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অডিটর আব্দুল আজিজ রংপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান বলেন, উদ্দীপন এনজিও নারীদের স্বাবলম্ভী করতে ভেড়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিনামূল্যে প্রদান করে আসছে।যত্ন সহকারে দুটি ভেড়া পালন করলে একদিন এই ভেড়া ১০টি হবে। এতে আপনাদের অর্থনীতিসহ জীবনমান উন্নয়ন হবে।
উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আমজাদ হোসেন বলেন, উদ্দীপন সারা বাংলাদেশে প্রায় তিন কোটি টাকার গরু, ছাগল, ভেড়া বিনামূল্যে বিতরণ করেছে। আপনারা যত্ন সহকারে এই ভেড়া লালন পালন করবেন।
ভেড়া পেয়ে উপকারভোগীরা উদ্দীপন এনজিওকে ধন্যবাদ জানিয়েছে।
মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রাম