কালিহাতীর বল্লা থেকে ইয়াবা সহ গ্রেপ্তার ১
মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে শনিবার(১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৫৩পিস ইয়াবা ট্যাবলেট সহ আলআমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। আল -আমিন(২৪) বল্লা মধ্যপাড়া গ্রামের শাহীনুর ইসলামের ছেলে। র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৩পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার ৩০০টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।