কালিয়াহরিপুর ইউপি’র নিজস্ব তহবিল হতে অসহায় মেধাবী ছাত্রীকে অর্থ প্রদান
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল হতে ইউনিয়নের দরিদ্র পরিবারের এক অসহায় মেধাবী ছাত্রী মোছাঃ সোনিয়াকে পড়ালেখার জন্য ৫’হাজার টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর-২০২৩) সকাল ১১ টায় ইউনিয়নের চেয়ারম্যান অফিস হতে উক্ত নগদ টাকা নিজ হাতে প্রদান করেন- কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সবুর আলী সেখ তিনি এসময়ে বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নতি সাধন করে চলছেন। তিনিই বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি সহ নতুন নতুন ভবন নির্মাণ করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করছেন। তার পাশাপাশি সমাজে কিছু দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নানা ভাবে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ভাবে শিক্ষার্থীদের পড়ালেখার জন্য সহযোগিতা ও উৎসাহ প্রদান করতে তাদেরকে সংবর্ধনা প্রদান করছে । এভাবে শিক্ষার্থীদের সু-শিক্ষার জন্য এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা করা একান্ত কাম্য।
এসময়ে ইউনিয়ন পরিষদের সচিব সুমী ঘোষ, ইউপি সদস্য মোঃ আবু বক্কার সরকার রকিবুল রিমন হাসান, আব্দুস সালাম মন্ডল, নুরু, ফারুক আহম্মেদ, সাইফুল ইসলাম, হাজী রেজাউল করিম তালুকদার, ইসমাঈল হোসেন, হালিমা খাতুন, ফাহমিদা রহমান মনি হালিমা খাতুন অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময়ে কালিয়াহরিপুর ইউনিয়নের দরিদ্র মেধাবী শিক্ষার্থী এস.এস.সিতে A+ প্রাপ্ত মোছাঃ সোনিয়া এবং তার অভিভাবকেরা উক্ত নগদ অর্থ পেয়ে খুশি হয়ে উচ্চ শিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করেন ।