কামারখন্দের জামতৈল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
খাইরুল ইসলাম, (কামার খন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব স্বপন সরকার। জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ান হোসেন শেখের সভাপতিত্বে এসময় সকল ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ঝাঐল ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ ইং অর্থ বছরের আনুমানিক বাজেট নির্ধারণ করা হয়েছে মোট আয় রাজস্ব ৬ লক্ষ ৪৯ হাজার ৫শ’ টাকা এবং ব্যয় রাজস্ব ৫ লক্ষ ৮৭ হাজার টাকা ও উদ্বৃত্ত রাজস্ব ৬২ হাজার ৫শ’ টাকা। মোট উন্নয়ন আয় ৪ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার ২৮ টাকা, ব্যয় ৪ কোটি ৭২ লক্ষ ৯৫ হাজার ১শ’ ৩৮ টাকা এবং উদ্বৃত্ত উন্নয়ন ১৪ লক্ষ ৩৪ হাজার ৮শ ৯০ টাকা।