কামারখন্দে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা র্যালি
Md
আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কামারখন্দে জামতৈলে অদ্য ভোর ৬টায় সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মদিনে শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার(১৯শে আগস্ট) উপজেলার জামতৈল গ্রামে ‘পঞ্জিকা’ অনুসারে শুভ জন্মাষ্টমী যাহা সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী পালন করা হয় বলে জানান শ্রী উজ্জ্বল কুমার চক্রবর্তী। শোভাযাত্রাটি গ্রামের প্রধান রাঁধা গোবিন্দ মন্দির হতে শুরু করে গ্রামের গুরুত্বপূর্ণ লোকনাথ মন্দির ও আরো কিছু মন্দির প্রদক্ষিণ করে বাজারের প্রধান রাস্তা হয়ে আবার রাঁধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে ভোর থেকেই রাঁধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সকল কৃষ্ণ ভক্তরা সবাই অনাহারে থেকে নির্ধারিত পোশাক পরিধান করে মন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকে। সকালে র্যালি শেষে মন্দির প্রাঙ্গণে চন্ডিপাঠ, গীতাপাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পূজার পরে প্রসাদ খাওয়ার পর অনুষ্ঠান সমাপনী হবে।
আমিরুল ইসলাম
কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ
১৯/৮/২০২২