কামারখন্দে রেলস্টেশন ও বাড়ী বাড়ী গিয়ে শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ।
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) ঃঃ
সিরাজগঞ্জের কামারখন্দে রেলস্টেশন ও বাড়ী বাড়ী গিয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। গত কয়েকদিনে সন্ধার পর উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও। তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম জানান, সত্যিকারের গবীর, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত তিন দিনে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী ঘুরে প্রকৃত গবীর, অসহায় ও ছিন্নমূলদের মাঝে ২শ’৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। আরো কয়েকদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।