কামারখন্দ

কামারখন্দে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ১মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষনের উদ্ভোধন ।

খাইরুল ইসলাম, (স্টাফ রিপোর্টার) :

কামারখন্দে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘‘ টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ ( টেকাব )’’ শীর্ষক কারিগরি (২০১৫–১৯) প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে জুন ২০১৯খ্রি. মাসে এক মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষনের উদ্ভোধন করা হয় । রবিবার সকাল ১১ টায় কামারখন্দ উপজেলা চত্বরে ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে এ প্রশিক্ষনের উদ্ভোধন করেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম । ব্যসিক কম্পিউটার, মাল্টিমিডিয়া, ইন্টারনেট ইত্যাদি প্রশিক্ষনের মাধ্যমে দেশের প্রত্যেক উপজেলার বেকার যুবকদের (১৮–৩৫ বছর) সরকারি সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেওয়া হবে । সিরাজগঞ্জ যুব উন্নয়নের উপ পরিচালক স্বপন কুমার কর্মকার জানায়, এবার কামারখন্দে ৪০ জন শিক্ষার্থী নিয়ে মোট চারটি ভাগে শিতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে প্রশিক্ষণ প্রদান করা হবে । এই প্রশিক্ষনের মাধ্যমে বাংলাদেশের বেকার যুবকেরা নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এবং ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে সহায়তা করবে ।