কামারখন্দ

কামারখন্দে বন্যা ও খরা সহনশীল ধান চাষে কৃষক উদ্বুদ্ধকরণ মাঠ দিবস ও প্রশিক্ষন অনুষ্ঠিত।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের প্রদর্শনী, বন্যা ও খরা সহনশীল জাতের ধান চাষে কৃষক উদ্বুদ্ধকরণ মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামতৈল-কামারখন্দ এলাকায় মৃত আজিদ প্রামানিকের বাড়িতে মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আভা ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে কামারখন্দ উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনা এবং স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবস ও প্রশিক্ষন হয়।

বন্যা ও খরা সহনশীল জাতের ধান চাষে কৃষকদের কিভাবে উন্নয়ন করা যায় কৃষকদের উদ্যোশে সে বিষয়ে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সিরাজগঞ্জ উপ-পরিচালক কৃষিবিদ মো. হাবিবুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তক্য রাখেন, আন্তর্জাতিক ধান গভেষনা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইদুল ইসলাম, কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত, আভা ডেভেলপমেন্ট সোসাইটির ম্যানেজার মো. মেজবাউল হক প্রমুখ।