কামারখন্দে পরিবহন আইন ২০১৮, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মোটর শ্রমিকদের প্রশিক্ষণ শুরু
আমিরুল ইসলাম কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে অবহিতকরণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ২দিন ব্যাপি মোটর শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে হয়েছে।
সোমবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে কামারখন্দ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে অবহিতকরণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে মোটর শ্রমিকদের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
কামারখন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বলেন, সড়ক পরিবহন আইন,২০১৮ সম্পর্কে সড়ক পরিবহন আইন এবং নিরাপত্তা নিশ্চিত করতে দুইদিনে মোট ৮০ জন মোটর শ্রমিককে অবহিত করা হবে। এতে প্রথম দিনে ৪০ জন এবং দ্বিতীয় দিনে ৪০সহ মোট ৮০ জন মোটর শ্রমিক থাকবে।
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান এবং স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন মোটরযানের শ্রমিকবৃন্ধ।