কামারখন্দে দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় অসহায় দুঃস্থ, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) সকালে উপজেলায় কামারখন্দ হাসপাতালের সামনে পারভিন চাউল কল প্রাঙ্গনে দুই শতাধিক অসহায় দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কামারখন্দ উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ মনোয়ারের নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ হয়।
এছাড়াও উপজেলার ঝাঐল ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তার ছেলে মো. কবির হোসেন।
এসময় তিনি এলাকায় অসহায় দুঃস্থ ও কর্মহীন মানুষদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের এমন পরিস্থিতিতে হতাশা হবেন না আল্লাহকে ডাকুন, আর নিয়মিত আমার সামর্থমত আপনাদের সহযোগিতা করবো আমার জন্য সবাই দোয়া করবেন।
এছাড়াও করোনা ভাইরাস সচেতনতা মূলক সরকারি নির্দেশনা মেনে চলে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের পরামর্শ দেন।