কামারখন্দে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ।
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) :
শুক্রবার সকাল সোয়া এগারটার দিকে উপজেলার কোনাবাড়ী সিমান্তবাজার নামক এলাকায় এদূর্ঘটনার ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে আহত ট্রাক ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া এগারটার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ওভারট্রেকিং করছিল এসময় বিররীত দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ আলম জানান, দূর্ঘটনার খবর শুনেছি ঘটনাস্থলে আমাদের দায়িত্বরত পুলিশ গিয়েছে শুধু ট্রাক ড্রাইভার এঘটনায় আহত রয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার সেরাজুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকারী টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।