কামারখন্দ

কামারখন্দ গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কর্ণসূতি উত্তরপাড়া এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি উত্তরপাড়া এলাকার মৃত শাহজাহান মন্ডলের ছেলে মোঃ রবিউল মন্ডল (২৬)।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কামারখন্দ থানধীন এলাকায় মাদক, জুয়া, ইভটিজিংসহ অনৈতিক কোন ধরনের কাজ করতে দেওয়া হবে না । কোন প্রভাবশালী ব্যক্তি যদি কোন অপরাধীর জন্য সুপারিশ করেন তাতেও কাজ হবে না। পুলিশী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রধান করা হবে।