কামারখন্দ

কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সবুজের গণসংযোগে ব্যাপক সাড়া !

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী  এস এম শহিদুল্লাহ সবুজ গনসংযোগ করেন এতে ব্যাপক জনতার সাড়া দেখা যায়   ।বুধবার বিকেলে  জামতৈল রেলওয়ে ষ্টেশন থেকে একটি মিছিল বের করে তা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । শহিদুল্লাহ সবুজ এর ঘোড়া মার্কা প্রতিক নিয়ে সকল শ্রেনীর এবং প্রায় সকল দলের দুই/তিন হাজার সমর্থন নিয়ে বড় পরিসরে মিছিল বের করা হয় । এসময়ে উপজেলার অনেক গ্রাম গুলো থেকে সমর্থনরা এসে তার এই গনসংযোগে অংশগ্রহন করে । গনসংযোগকালে     এস এম শহিদুল্লাহ সবুজ বলেন, গত বছর নৌকার প্রার্থীর কারনে নির্বাচনে জয়লাভ করতে পারি নাই, কিন্তু এবার জোয়ার উঠেছে ঘোড়া মার্কার । সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন  হলে আমার জয় নিশ্চিত । এসময় তিনি তার দলের সমর্থনদের বলেন, আপনারা শুধু ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন, তাহলে আমাকে কেন্দ্র করে আপনাদের বিজয় কোন অপশক্তি আটকাতে পারবে না । আজকের এই মিছিল নিয়ে কামারখন্দের জামতৈল বাজারে বিরল উত্তেজনার সৃষ্টি হয়েছে । কামারখন্দের বড়ধূল গ্রামের লালচাদ মিয়া বলেন, এত বড় মিছিল আগে কোনদিন হয় নাই বলে মনে হয় । উপজেলা নির্বাচন যে এত জমজমাট হয় তা জানা ছিল না । শুধূ ভোট যদি সুষ্ঠু হয়  তাহলে মনে হয়  শহিদুল্লাহ সবুজ তার  ঘোড়া প্রতিক নিয়ে  বিজয় হবেই । অন্যদিকে নৌকার প্রার্থী আব্দুল মতিন চৌধুরী সহ প্রায় সকল প্রার্থী উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করে ভোটের প্রচারণা চালান ।