কাজীপুরে জাল ভোটের চেষ্টা, ইউপি সদস্যসহ ৪জনকে অর্থদণ্ড!
শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরের খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ইউপি সদস্যসহ চারজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেন, একই গ্রামের জুয়েল রানা, বিপ্লব রানা ও আসিফ জাহান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন ইউপি সদস্য শামীম হোসেনসহ তার তিন সহযোগী। এ সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামীমকে সাত হাজার ও অপর তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।