কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনে খলিলুর রহমান সিরাজী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাজীপুর উপজেলার আওয়ামীলীগের প্রার্থী খলিলুর রহমান সিরাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজিপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৃণমুলের জন প্রিয় নেতা। ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ২৪ এর উপ-বিধি(১) অনুযায়ী কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ ও রিটার্নিং অফিসার ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।