কাজী সাইফ আহমেদ এর নতুন নাটক সিংগেল সার্ভিস
একটি অসাধারণ ও মজার গল্প নিয়ে কাজী সাইফ আহমেদ নির্মান করেছেন নাটক সিংগেল সার্ভিস।
নাটকটি রচনা করেছেন মুস্তাকিম অনিক। নাটকটিতে অভিনয় করেছে মুকিত জাকারিয়া, জান্নাত আক্তার, দীপান্বিতা রায়, আহমেদ সাজু, আনোয়ার হোসেন, সাহেলা আক্তার, মীম, রনি খান, শেখ শিব্বির, মো. বাবু, নির্মাতা: কাজী সাইফ আহমেদসহ আরো অনেকে।
নাটকটির নির্বাহী প্রযোজকঃ মোস্তাক বিল্লাহ।
নাটকটি একটি বেসরকারী টেলিভিশনে প্রচার হয়েছে।
নাটকটি এখন দেখতে পাবেন AST Media নামের Youtube Channel-এ।