কাজিপুর

কাজিপুের দরিদ্র জনগোষ্ঠীর বরাদ্দকৃত চাউল যাচ্ছে ব্যবসায়ীদের গোডাউনে ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার দরিদ্র জনগোষ্ঠির জন্যে বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির চাউল যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের গোডাউনে।
দেদারসে তা বিক্রি হচ্ছে চোরাইপথে আড়ালের আবডালে। সুবিধাভোগী নির্বাচনে স্বজনপ্রীতি, দলীয় পরিচয়ে কার্ড প্রদানের সাথে বরাদ্দকৃত চাল হাইব্রিড বা মোটা চাউল হওয়ায় কেউই তা নিচ্ছেন না। হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত ৮০ ভাগ কার্ডের চাউল যাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেটের কব্জায়।

এতে করে এই কর্মসূচি স্থানীয় বাজারে কোন প্রভাব ফেলতে পারেনি।
কাজিপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২ ইউনিয়নে মোট ১৩ হাজার ৮১০ জন হতদরিদ্রের মাঝে স্বল্পমূল্যে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি হিসাবে এই চাউল বিক্রয় করা হচ্ছে। প্রতি ইউনিয়নে দুইজন করে ডিলার একযোগে সপ্তাহে দুইদিন এই চাউল বিতরণ করছেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, তালিকাধারিদের প্রায় ৮০ ভাগ লোকজন চাউল উত্তোলন না করে কিছু লাভ নিয়ে চাউলের টোকেন স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিক্রয় করছে। কোন কোন ক্ষেত্রে দলীয় পরিচয়ে বরাদ্দকৃত অনেক কার্ডের চাউল সংশ্লিষ্ট ডিলারগণ উত্তোলন পূর্বক গোডাউনের বাইরে থেকেই স্থানীয় ব্যবসায়িদের নিকট বিক্রয় করে দিচ্ছেন। সম্প্রতি মনসুর নগর ইউনিয়নের শালগ্রাম বাজারের ফজলুল হক ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে কোন ট্যাগ অফিসার নেই।

ডিলারের গোডাউন থেকে কয়েকজন ব্যবসায়ি সরকারি ৩০ কেজি চাউলের বস্তা নিয়ে নিজেরা খুলে বাজারে বিক্রির জন্যে ৫০ কেজির প্যাকেট করছে। এবিষয়ে মনসুর নগর ইউনিয়নের শালগ্রাম বাজারে ডিলার ফজলুল হক জানান, পাবলিক এই চাউল নেয়না। ফলে তাদের কার্ড কিনে স্থানীয় ব্যবসায়িরা মালামাল নিয়ে যাচ্ছে। সরেজমিনে একই চিত্র একাধিক স্থানে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে অনেক কার্ডধারী জানিয়েছেন এই চাউল হাইব্রিড ধানের হওয়ায় এর ভাত খাওয়া যায় না। তাই আমরা বিক্রয় করে টাকা নিই।