কাজিপুরে ১০ টি বালুবাহী ট্রাক আটক
বিশেষ প্রতিনিধি ঃ মোঃ নাজমুল হোসেন রাজা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় গত তিন দিন ধরে মেঘাই সহ বিভিন্ন পযেন্টে অভিযান চালিয়ে অত্র এলাকায় বিধিনিষেধ উপেক্ষা কারিয়া বালু উত্তালন করায় গত ৫ তারিখের রাত্রিতে অবৈধ ভাবে বালু পরিবহন করার কারণে ৯টি ট্রাক ও গত ৬/০৪/২০২০ইং তারিখের রাত্রিতে ১টি মোট ১০টি বড় ও মাঝারি বালু বোঝাই ট্রাক আটক করেছে কাজিপুর থানা পুলিশ ।
সিরাজগঞ্জ পুলিশ সাজেন্ট আমির হামজা কর্তৃক ৭টি গাড়ীর মালিকদের বিরুদ্ধে এবং কাগজ পত না থাকায় ৩টির বিরুদ্বে মামল দায়ের করে । পরে জব্দকৃত গাড়ী গুলি থানা হেফাজতে রাখা হয়। এ বিষয়ে কাজিপুর থানা অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান বর্তমাননে দেশে করোনা পরিস্থিতির মধ্যেও তারা অবৈধ ভাবে বালু পরিবহন করে আসছিল ।