কাজিপুর

কাজিপুরে মুক্তিযোদ্ধা সেজে সরকারি অনুদান গ্রহণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুরে মুক্তিযোদ্ধা সেজে মোজাম্মেল হক ও আব্দুল আজিজের বিরুদ্ধে সরকারি অনুদান গ্রহণের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কতিথ মুক্তিযোদ্ধাগণ কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি গ্রামের মৃত রইচ উদ্দিন মন্ডলের পুত্র। কতিথ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ মুক্তিযোদ্ধার ওই ভূয়া সনদ বাতিল ও তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক, দুদক, কেন্দ্রীয়,জেলা, উপজেলা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন পারুলকান্দি ও পাশ্ববর্তী গ্রামের শতাধিক বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, কতিথ মুক্তিযোদ্ধাদ্বয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। কোথাও যুদ্ধ করছে কি না সুনির্দিষ্ট কোন প্রমানও নেই। কিন্তু মুক্তিযোদ্ধাদ্বয় কূট কৌশলে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে ২০০৪ সনের গেজেট ভুক্ত হয়ে অদ্যবধি সরকারি ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। ইতিপূর্বেও তাদের ভূয়া সনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে দরখাস্ত করেছিল স্থানীয়বাসিন্দারা।

পারুলকান্দি গ্রামের বাসিন্দা মোজাহার আলী জানান, মোজাম্মেল হক ও আব্দুল আজিজ আমাদের জানা মতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। কতিথ মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সেজে সরকারি সকল সুবিধা ভোগ করে আসছে দীর্ঘ দিন ধরে। অভিযোগের বিষয়ে মোজাম্মেল হকের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।